Author

Gautam Kumar Bhagat
Books by Gautam Kumar Bhagat
মানব শোভ্যতার গতিপথ সব সময় সমানুপাতিক হয় না। কখনো কখনো এতে যুগান্তর ঘটে যায়। রেল ব্যবহার প্রবর্তন ও তেমনি একটি যুগান্তকারী ঘটনা । আর এই সব যুগান্তকারী প্রবর্তনর ঐতিহাসিক নিরুপণ করা সহজ কাজ নয়। বিষেশ করে ভারতীয় রেল ব্যাবস্থা ও তাকে কেন্দ্র করে অর্থসামাজিক ও রাজনৈতিক পরিকাঠামোর মৌলিক রূপান্তরের ঐতিহাসিক সূত্রকে প্রতিষ্টা করতে যে অভিনিবেশ দরকার সেটা এই বইটির ক্ষেত্রে যে পরজাপ্ত হয়ছে তা এর পাতায় পাতায় এক ঝলক চোখ রাখলেই বোঝা যায় |




